রাজধানীর গ্রিন রোডের এস আর ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সাড়ে ১০টায় আগুনের সূচনা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, ১৪ তলা ওই ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের তথ্য পাওয়া যায়নি।