• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

গণতন্ত্র আজ লাশে পরিণত হয়েছে : ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৩:৫৪ পিএম
গণতন্ত্র আজ লাশে পরিণত হয়েছে : ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

কর্তৃত্ববাদী শাসনে গণতন্ত্র আজ লাশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (২৫ মার্চ) এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আপসহীন নেত্রী বেগম জিয়া বিপন্ন গণতন্ত্রকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন, সেই গণতন্ত্র এখন লাশে পরিণত হয়েছে কর্তৃত্ববাদী শাসনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দী করে মূলত গণতন্ত্রই আজ বন্দী।”

বিএনপির মহাসচিব বলেন, “ফ্যাসিবাদের চরম উত্থানে দেশবাসী ভয় ও আতঙ্কে দিনাতিপাত করছে। স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও জাতীয় জীবন থেকে দূর হয়নি অন্ধকার। চারদিকে একরকম দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে। তাই স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা ও গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির এ মুহূর্তে গড়ে তুলতে হবে ইস্পাত কঠিন ঐক্য।”

মির্জা ফখরুল আরও বলেন, “স্বাধীনতার সকল অর্জনকে মুছে দিয়ে অমানবিক দুঃশাসন টিকিয়ে রাখতে জনগণকে কণ্ঠ রুদ্ধ করার জন্য নানা কালাকানুন, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যার অমানবিক নিষ্ঠুরতার সীমাহীন আবর্তের মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করার মাধ্যমে জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করা হয়েছে।”

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ বছরও আমরা মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করছি। সুবর্ণজয়ন্তীর এই ক্ষণে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

Link copied!