• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘এখানে ময়লা ফেলা নিষেধ’


জাহিদ রাকিব
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ১১:৩০ এএম
‘এখানে ময়লা ফেলা নিষেধ’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কাউন্সিলরের পক্ষ থেকে রাখা হয়েছে সৌন্দর্য বর্ধনে সারি সারি গাছ। যত্রতত্র ময়লা ফেলা, দুর্গন্ধ এড়ানো ও শহরকে পরিচ্ছন্ন রাখতেই স্থানীয় কাউন্সিলরের এমন উদ্যোগ। সচেতনতার জন্য গাছের টবে ও বড় সাইনবোর্ড লেখা ‘এখানে ময়লা ফেলা নিষেধ’।

স্থানীয় কাউন্সিলরের এমন উদ্যোগে কোনো ফল হয়নি। সাইনবোর্ড ও সৌন্দর্য বর্ধনে লাগানো গাছের নিচে ঠিক পাশেই আবর্জনার স্তূপ। পাশে পড়ে আছে ময়লা রাখার খালি ডাস্টবিন। যার ব্যবহার নেই বললেই চলে। 

বিশ্ববিদ্যালয় এলাকাটিতে থাকে সবসময় শিক্ষার্থীদের আনাগোনা। যে কারণে সড়ক দিয়ে চলাচল করা পথচারীদের পদচারণায় ব্যস্ত থাকে এই এলাকাটি। বর্তমানে অমর একুশে গ্রন্থমেলা চলায় সাধারণ মানুষ থেকে শুরু করে মেলায় আসা দর্শনার্থীদের যাতায়াত বেড়েছে কয়েকগুণ। কিন্তু সড়কের এমন ময়লার ডাস্টবিন বানানোয় বেশ ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী পথচারীরা।

প্রধান সড়কে ময়লার দুর্গন্ধে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। এতে পথচারীদের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। সড়ক ব্যবহারকারী পথচারীরা কেউ টিস্যু, কেউ মাস্ক চেপে, কেউ ওড়না মুখে চেপে পার হচ্ছেন সড়ক।

পথচারী তামিম সানিয়াত সংবাদ প্রকাশকে বলেন, “মেট্রোরেলের কাজ চলায় সড়কটিতে এমনিতে হাঁটা যায় না। তার ওপর আবর্জনার পচা দুর্গন্ধে সড়কে হাঁটা যায় না, বৃষ্টি হলে ময়লাগুলো রাস্তায় ছড়িয়ে যায়, ড্রেনে গিয়ে পড়ে, ড্রেন বন্ধ হয়ে পানি জমে যায়।” 

TSC

সড়কে এমন আবর্জনার স্তূপের পাশেই রয়েছে কয়েকটি চায়ের দোকান। দোকানদার কবির হোসেন সংবাদ প্রকাশকে বলেন, “রাতের আঁধারে কে বা কারা ময়লা-আবর্জনা রাস্তার পাশে রাখেন তা জানা নেই। এখানে ময়লা ফেলা নিয়ে কাউন্সিলরের কাছে বেশ কয়েকবার অভিযোগ করেছি। অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ ঝুলিয়েছে। কিন্তু মানছে না কেউ, সবাই আগের মতোই এখানে ময়লা ফেলছে।”

সড়কে ময়লা ফেলানো নিষেধ এমন সাইনবোর্ড লাগিয়েও তা বন্ধ না হওয়ায় হতাশা প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি সংবাদ প্রকাশকে বলেন, “কয়েক দফা সাইনবোর্ড আর সরেজমিনে ময়লা না ফেলার অনুরোধ করার পরও তা বন্ধ করা যাচ্ছে না।”

মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, “টিএসসি কেন্দ্রিক চায়ের দোকান, ফুচকা দোকানগুলো এখানে প্রতিনিয়ত ময়লা ফেলছে। যেহেতু আমরা বার বার অনুরোধ করেও তা বন্ধ হচ্ছে না। ময়লা ফেলা বন্ধে এবার আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।”

Link copied!