• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

একুশে ফেব্রুয়ারি সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ১২:২৫ পিএম
একুশে ফেব্রুয়ারি সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা

সোমবার ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে র‌্যাব।

রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় মিনারের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‌্যাব। সামাজিক যোগাযোগমাধ্যমে থাকবে সর্বোচ্চ নজরদারি।

কোনো সুনির্দিষ্ট হুমকি নেই জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, “সারা দেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি। সাদা পোশাকে ও পোশাকধারী র‌্যাব সদস্যরা সারা দেশে শহীদ মিনার ও দিবসকেন্দ্রিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে।” 

শহীদ মিনারে শ্রদ্ধা জানতে আসা নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের ডিজি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি থাকবে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, ভার্চুয়াল জগতে মিথ্যা তথ্য, গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো বন্ধে নজরদারি রয়েছে। র‌্যাবের চৌকস সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক সাইবার মনিটরিং করছেন। 

Link copied!