• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০১:০৪ পিএম
ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৪৬ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

তারা হলেন রমজান আলী (২৭) ও ২ আনোয়ার হোসেন (২৮)।

র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, “বুধবার (২৩ মার্চ) রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-১০-এর একটি দল যাত্রাবাড়ীর ধলপুর ও সায়েদাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ৩৩ লাখ ১৩ হাজার ৮০০ টাকা মূল্যের ১১ হাজার ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।”

এ সময় তাদের থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, ৩টি মোবাইল ফোন ও ১১ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয় বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে তারা জানায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছু দিন ধরে ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিল বলে জানা যায়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Link copied!