• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

‘আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৬:২০ পিএম
‘আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন’
ফাইল ছবি

এবার নিজের ভুলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন বিতর্কের মুখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসান।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেন বিতর্কিত কর্মকাণ্ডের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসান।

ডা. মুরাদ হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেয়া

তার ওই স্ট্যাটাসে ডা. মুরাদ হাসান লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা। আমি যে ভুল করেছি, তা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন, তা আমি সব সময়ই মাথা পেতে নিবো আমার বাবার মতো।’ 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মুরাদ হাসানের বেশ কিছু কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে মুরাদ হাসানকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন মুরাদ। এরপর বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ সচিবের দফতরে জমা দেন প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। সেখান থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।

মুরাদ হাসান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য। পেশায় চিকিৎসক এই রাজনীতিবিদ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য। এর আগে তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে ২০১৯ সালের মে মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

Link copied!