রাজধানীর শ্যামলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে সোহেল (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের সোহেল নোয়াখালীর সদর থানার খাটিয়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আব্দুল লতিফ বলেন, “নিহত সোহেল ২-৩ দিন আগে শ্যামলীর খিলজি রোডের ‘আল-হাসান আবাসিক হোটেলে’ ওঠেন। পরে বুধবার সকাল থেকে তার রুমের দরজা বন্ধ থাকায় রাতে হোটেলের কর্মচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোটেলের দ্বিতীয় তলার ১১৩ নম্বর কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দেখা যায় তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলে আছে।”
পরে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
ওসি আরও বলেন, “নিহত সোহেলের মোবাইল থেকে নম্বর সংগ্রহ করে তার বাবার সঙ্গে কথা বলেছি। তারা ঢাকায় আসার জন্য রওনা হয়েছেন।”