আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আত্মরক্ষার্থে গুলি করে তখন সেটা তার জন্য বৈধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ওয়াসার বুড়িগঙ্গা হলে ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২১’ বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
র্যাবের বর্তমান ও সাবেক ৬ কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ইচ্ছে করে ক্রসফায়ার বা গুলি করতে পারে না। সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করে, তখন আমাদের নিরাপত্তা বাহিনী জীবন রক্ষার্থে হয়তো অনেক সময় গুলি করে থাকে। তখন সেটা তার জন্য বৈধ।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমাদের দেশে বন্দুকযুদ্ধের যতগুলো ঘটনা ঘটেছে, সবগুলোরই একটি জুডিশিয়াল তদন্ত হয়। যে ঘটনা ঘটল তার পেছনে যথাযথ কারণ ছিল কি না, নাকি গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হয়। কোথাও গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।”
মার্কিন সরকার কেন, কীভাবে এবং কী কারণে এই নিষেধাজ্ঞা দিয়েছে, তা না দেখে মন্তব্য করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।