বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী যুবলীগ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে নাশকতা ঠেকাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের নেতাকর্মীরা জড়ো হন। পরে আওয়ামী যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হয়ে জিপিও হয়ে আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এর আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থান নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবি, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সাইফুন্নবী সাগর গুলিস্তানে অবস্থান করছেন।
নেতাকর্মীরা জানান, “বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিরোধে আমরা মাঠে আছি। এখন থেকে নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। তারা নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সতর্ক পাহারায় আছি। তারা যেখানেই নাশকতা করবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলব।”