• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ওয়ার্কার্স পার্টির নির্বাচনী ইশতেহার প্রকাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ০৪:৩৮ পিএম
ওয়ার্কার্স পার্টির নির্বাচনী ইশতেহার প্রকাশ
জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন পার্টির পলিটব্যুরো নুর আহমদ বকুল। ছবি : সংবাদ প্রকাশ

দুর্নীতি, দুবৃর্ত্তায়ন ও অর্থপাচার রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বাজার সিন্ডিকেট ভাঙা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সাম্রাজ্যবাদবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন পার্টির পলিটব্যুরো নুর আহমদ বকুল।

পলিটব্যুরো সদস্য কামরূল আহসানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, আনিসুর রহমান মল্লিক, আলী আহমেদ এনামুল হক এমরান, কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত ও ইশতেহার রচনা কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির নেতা শরীফ শমসির উপস্থিত ছিলেন।

নুর আহমদ বকুল সাংবাদিকদের জানান, ওয়ার্কার্স পার্টির নিজস্ব প্রতীক ‘হাতুড়ি’ নিয়ে ২৩ জন ও জোটের প্রার্থী হয়ে দুইজন এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। ২৮ দফা নির্বাচনী ইশতেহারে ১৪৪টি উপধারায় আর্থ—সামাজিক সকল দিক তুলে ধরা হয়েছে।

Link copied!