• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

মঙ্গলবার কোথায় কী কর্মসূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৮:৪২ এএম
মঙ্গলবার কোথায় কী কর্মসূচি

রাজধানীসহ সারাদেশে এখন সরব রয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠন নানা কর্মসূচি পালন করছে দেশজুড়ে। প্রতিদিনের মতো মঙ্গলবার (১৩ ডিসেম্বর) থাকছে নানা কর্মসূচি। কোথায়, কখন, কোন দলগুলো কী কর্মসূচি পালন করছে এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনরা কোথায়, কখন যাচ্ছেন তা জেনে নিন:

প্রধানমন্ত্রীর কর্মসূচি

  • ঢাকার মিরপুর সেনানিবাসে ‘ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২২’-এর গ্রাজুয়েশন সেরিমনিতে অংশ নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদেরের কর্মসূচি

  • সকাল ১১টায় দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে মঞ্চ উপ-কমিটির সভায় যোগ দিবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
  •  দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী নিজ বাসভবন থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিবেন।

বিএনপির কর্মসূচি

  • সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বীর মুক্তিযোদ্ধা ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে প্রতিনিধি দল অফিস পরিদর্শনে যাবেন। 
  • দুপুর ২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসসহ সকল রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে এই সমাবেশ হবে।

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি

  • বিকেল সাড়ে ৪টায় বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অডিটোরিয়ামে এ আলোচনা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

‘প্রত্যাশা: প্রবাসীদের আশা’ শীর্ষক সেমিনার

  • সকাল ৯টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর আয়োজনে ‘প্রত্যাশা: প্রবাসীদের আশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
Link copied!