• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

রোববার কোথায় কী কর্মসূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৮:২১ এএম
রোববার কোথায় কী কর্মসূচি

রাজধানীসহ সারাদেশে এখন সরব রয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠন নানা কর্মসূচি পালন করছে দেশজুড়ে। প্রতিদিনের মতো রোববার (১১ ডিসেম্বর) থাকছে নানা কর্মসূচি। কোথায়, কখন, কোন দলগুলো কী কর্মসূচি পালন করছে এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনরা কোথায়, কখন যাচ্ছেন তা জেনে নিন:

প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচি

  • সকাল সাড়ে ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতি নাওকি। 
  • সকাল ১০টায় গ্লোবাল হাব অন লোকালি লিড এডাপশন-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিএনপির কর্মসূচি

  • বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্যরা (এমপি) রোববার (১১ ডিসেম্বর) স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি

  • সকাল ১০টায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিতব্য গ্লোবাল হাব অন লোকালি লিড এডাপশন এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
  • বিকেল ৩টায় ‘প্রমোশন এন্ড প্রোটেকশন অফ হিউম্যান রাইটস: বাংলাদেশ পারপেক্টিভ’ শীর্ষক সেমিনারেও অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কর্মসূচি

  • সকাল ১১টায় মানিকগঞ্জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বিজয় মেলা মাঠ) মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজিবির শীতবস্ত্র বিতরণ

  • সকাল ১০টায় বিজিবির সদর দফতর পিলখানা বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে।

বিএসটিআই‍‍`র ৯২ কর্মকর্তাকে নিয়োগপত্র প্রদান

  • দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)‍‍`র নতুন ৯২ জন কর্মকর্তাকে নিয়োগপত্র প্রদান করবেন শিল্পমন্ত্রী, প্রতিমন্ত্রী ও শিল্প সচিব।
Link copied!