• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

শনিবার কোথায় কী কর্মসূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ০৯:৫৩ এএম
শনিবার কোথায় কী কর্মসূচি

 রাজধানীসহ সারা দেশে এখন সরব রয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠন নানা কর্মসূচি পালন করছে দেশজুড়ে। প্রতিদিনের মতো শনিবারও (২৬ নভেম্বর) থাকছে নানা কর্মসূচি। কোথায়, কখন, কোন দলগুলো কী কর্মসূচি পালন করছে তা জেনে নিন_

প্রধানমন্ত্রীর কর্মসূচি

  • সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের উদ্‌যাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • বিকেল ৩টায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ এ যোগ দিবেন। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সম্মেলনে সশরীরে থাকবেন প্রধানমন্ত্রী।

কুমিল্লায় বিএনপির সমাবেশ

  • বিএনপি কুমিল্লা টাউন হল মাঠে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে। এই কর্মসূচিতে শেষ হবে দলটির ৮টি সাংগঠনিক বিভাগের গণসমাবেশ। এরপর রাজশাহী ও ঢাকায় সমাবেশ করবে দলটি।

পররাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠান

  • ফরেন সার্ভিস একাডেমিতে সকাল ১১টায় এক অনুষ্ঠানের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

পরিকল্পনামন্ত্রীর কর্মসূচি

  • সকাল ১১টায় এক সেমিনারে অংশ নেবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গুলশান ক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

ডিএনসিসি মেয়রের কর্মসূচি

  • সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গোলটেবিল বৈঠকে অংশ নেবেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। 
  • সন্ধ্যা ৬টায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম উত্তরা সেক্টর-৭ বঙ্গবন্ধু মুক্তমঞ্চে থিয়েটার অঙ্গন নাট্যোৎসব সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।

‘মেড ইন বাংলাদেশ উইক’ সংবাদ সম্মেলন

  • দুপুর ১২টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান মেগা ইভেন্ট মেড ইন বাংলাদেশ উইক’ উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরবেন।

ডিএমপির সংবাদ সম্মেলন

  • ডিএমপির মিডিয়া সেন্টারে সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জের ব্যবসায়ীর ৮৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ও উদ্ধার সম্পর্কে জানানো হবে এই সংবাদ সম্মেলনে।
Link copied!