• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার নিয়ে যা বললেন দুই সমন্বয়ক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৬:২৮ পিএম
অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার নিয়ে যা বললেন দুই সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উল্লাস। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, “প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। আপনাদের (জনগণ) সব দাবি পূরণ করা হবে।”

সোমবার (৫ আগস্ট) বিকেলে দেওয়া সেনাপ্রধানের বক্তব্যের পর থেকে ‘অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার’ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এরমধ্যে নিজেদের ফেসবুক গ্রুপে বার্তা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

বার্তায় বলা হয়, অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না। ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে। পালানোর সুযোগ দেওয়া হবে না।”

নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ জানান, “সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দি ও গুম করা ব্যক্তিদের মুক্ত করা হবে। শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।”

চূড়ান্ত বিজয় ছাড়া কাউকে রাজপথ না ছাড়ার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দুই সমন্বয়ক।

Link copied!