• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৭:০৮ পিএম
সেনাপ্রধানের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৫ আগস্ট) দুপুরে তিনি এ আহ্বান জানান।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিন দুপুরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। তবে বৈঠকে আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেন না।

এর আগে রাজধানীসহ সারা দেশে শিক্ষার্থী-জনতার আন্দোলনের মধ্যেই সোমবার দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যান। এরপর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ওয়াকার-উজ-জামান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।”

ওয়াকার-উজ-জামান আরও বলেন, “আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।”

Link copied!