• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০৬:৩৯ পিএম
বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’
আন্দোলনরত শিক্ষার্থী। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “বুধবার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির আওতায় সড়কপথ, রেলপথ থাকবে। যার যার বিশ্ববিদ্যালয়ের সামনের পয়েন্টগুলোতে শিক্ষার্থীরা অবস্থান করবেন এবং আমরা সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে যাব।”

হাইকোর্টের রিট নিয়ে নাহিদ ইসলাম বলেন, “২০১৮ সালের পরিপত্র বাতিল হলে সেটি আবার আসতে পারে। তাই আমাদের আন্দোলন এখন হাইকোর্টের রিটের ওপর নয়, আমাদের দাবি এখন সরকার এবং নির্বাহী বিভাগের প্রতি।”

জনগণের ভোগান্তির কথা উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বলেন, “সরকারের দায়িত্বশীল বিভাগের কেউ যদি আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করতেন, তাহলে একটা বিষয় ছিল। কিন্তু সরকারের নিশ্চুপ ভূমিকায় আমাদের এ আন্দোলন।”

৫ শতাংশ কোটার সুপারিশ করা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম।

Link copied!