• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

‘মহাসমাবেশ নয়াপল্টনেই করব, এটা আমাদের ঐতিহ্য’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০৫:৫০ পিএম
‘মহাসমাবেশ নয়াপল্টনেই করব, এটা আমাদের ঐতিহ্য’
ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আমরা নয়াপল্টনেই মহাসমাবেশ করব, এটা আমাদের ঐতিহ্য।”

বুধবার (২৫ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের আটকের বিষয়ে এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, “দেশে আদালত আছে, বিচারকদের বসার ব্যবস্থা আছে, উকিলদের বসার ব্যবস্থা আছে। কিন্তু সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা শুধুমাত্র শেখ হাসিনারই আছে, তিনি যা বলবেন তাই আইন।”

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, “২৮ অক্টোবর বিএনপির সমাবেশের অনুমতি যেখানে দেওয়া হবে, সেখানেই করতে হবে। আমরা আশা করি সেই দায়িত্বশীলতার জায়গায় তারা থাকবে।”

Link copied!