• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজধানীতে দুই বাসে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০২:২০ পিএম
রাজধানীতে দুই বাসে আগুন

রাজধানীর মিরপুর ও সুত্রাপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বর এলাকায় প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবর আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

এদিকে ভোর ৬টার দিকে রাজধানীর সুত্রাপুরে ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। সকালে সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। এছাড়া রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে যথাসময়ে আসতে দেখা গেছে শিক্ষার্থীদের। নাশকতা ঠেকাতে জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!