ডিএমপির ৫ ডিসিকে বদলি-পদায়ন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৭:০১ পিএম
ডিএমপির ৫ ডিসিকে বদলি-পদায়ন
ডিএমপির লোগো। ফাইল ফটো

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

এতে বলা হয়, ডিএমপির উপকমিশনার (ক্রাইম) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে সদর দপ্তরে সংযুক্ত, উপ-কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) সদর দপ্তরে সংযুক্ত, উপ-কমিশনার (পিওিএম-পশ্চিম) এম তানভীর আহমেদকে উপ-কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে, উপ-কমিশনার (পিওিএম-উত্তর) মোহাম্মদ হারুন অর রশিদকে উপ-কমিশনার (পিওিএম-পশ্চিম) হিসেবে, উপ-কমিশনার (অপারেশনস) মো. রফিকুল ইসলামকে ডিএমপির উপ-কমিশনার (ক্রাইম) অতিরিক্ত দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে।

অফিস আদেশ। ছবি : সংগৃহীত

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে জানানো হয়েছে।

Link copied!