• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

মগবাজার ক্রসিংয়ে গাড়ির ওপরে উঠে গেল ট্রেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৬:৪৭ পিএম
মগবাজার ক্রসিংয়ে গাড়ির ওপরে উঠে গেল ট্রেন
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

সিগন্যালের কারণে ক্রসিংয়ে আটকে পড়া কয়েকটি গাড়ির ওপর উঠে গেছে একটি ট্রেন।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কমলাপুরগামী একটি ট্রেন রেললাইনে আটকে ৩-৪টা গাড়িকে দুমড়ে-মুচড়ে চলে গেছে। এর মধ্যে একটি হাইয়েস, একটি প্রাইভেট কার, একটি অটো এবং একটি মোটরবাইক রয়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

তথ্যটি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানতে পারিনি।  

ঢাকার রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, কিছুক্ষণ আগে আমাদের কন্ট্রোল রুম তথ্য পেয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

Link copied!