• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

শীর্ষ সন্ত্রাসী জয় মালয়েশিয়ায় মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৩:২৯ পিএম
শীর্ষ সন্ত্রাসী জয় মালয়েশিয়ায় মারা গেছেন
শীর্ষ সন্ত্রাসী খোন্দকার তানভীর ইসলাম জয়। ছবি : সংগৃহীত

আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী খোন্দকার তানভীর ইসলাম জয় পলাতক অবস্থায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মারা গেছেন। শুক্রবার (১২ এপ্রিল) কুয়ালালামপুরে একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর সোমবার (১৫ এপ্রিল) দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (১৬ এপ্রিল) সেখানেই তাকে দাফন করা হয়েছে।

শীর্ষ সন্ত্রাসী জয় এত দিন তারেক রানা নামে ভারতীয় পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

কুয়ালালামপুরের স্থানীয় সূত্র বলেছে, সন্ত্রাসী জয় অনেক দিন ধরে কুয়ালালামপুরের একটি অ্যাপার্টমেন্টে একা বসবাস করছিলেন। কয়েক বছর আগে তিনি কিডনি রোগে আক্রান্ত হন। তাকে ডায়ালাইসিস করাতে হতো। ওই অ্যাপার্টমেন্টে একজন গৃহকর্মী দুই দিন পরপর এসে রান্না ও ঘর পরিষ্কার করে চলে যেতেন। ১২ এপ্রিল সকালে ওই গৃহকর্মী অ্যাপার্টমেন্টে এসে কলিং বেল বাজানোর পরও কোনো সাড়া না পেলে বিষয়টি অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীদের জানান। তারাও ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেন।পুলিশ দরজা ভেঙে জয়ের লাশ উদ্ধার করে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া বা ইউকেএম হাসপাতালে পাঠায়। সেই হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক ফারিদা মুহা নূর লাশের ময়নাতদন্ত করেন।

Link copied!