‘লিডার আসছে’ স্লোগানে মুখর রাজধানী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:৫৫ এএম
‘লিডার আসছে’ স্লোগানে মুখর রাজধানী

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু সময়ের মধ্যেই তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সারাদেশ থেকে ঢাকায় ছুটছেন নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর রাস্তাগুলো মুখর ‘লিডার আসছে’ স্লোগান ও দলীয় পতাকা নিয়ে। এছাড়া ‘তারেক রহমান ফিরবেন, গণতন্ত্র ফিরবে’, ‘রাজপথ কাঁপছে’, ‘বীরের বেশে ফিরছে বাংলাদেশ’-এমন নানা স্লোগানেও মুখরিত নেতাকর্মীরা।

কুড়িল থেকে মঞ্চ এলাকা পর্যন্ত নেতাকর্মীদের ঢল নেমেছে। কেউ এলাকাভিত্তিক মিছিল করছে, কেউ সমবেতভাবে এগোচ্ছে। সবার মুখে মুখে একই স্লোগান—লিডার আসছে।’

স্লোগান ও ব্যানারের সঙ্গে উচ্ছ্বাসে পুরো এলাকা যেন বিশাল উৎসবকেন্দ্রে পরিণত হয়েছে। পথেঘাটে খাবার ও পানির দোকান, স্পিকারবাহী ট্রাক, আর দলীয় ও দেশাত্মবোধক গান—সব মিলিয়ে এক স্বদেশ প্রত্যাবর্তনের উৎসবের দৃশ্য।

কুড়িলসহ রাজধানী ঘুরে দেখা গেছে, গণসংবর্ধনার মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ঢল নেমেছে। কেউ কেউ এলাকাভিত্তিক জটলা পাকিয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ সমবেতভাবে মিছিলে মুখর।

Link copied!