• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

সংসদে ভাষণ দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লেন তোফায়েল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০৮:৪৪ পিএম
সংসদে ভাষণ দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লেন তোফায়েল

জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষে এ বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী আনীত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় ভাষণ দিচ্ছিলেন তিনি।

তোফায়েল আহমেদকে আলোচনার জন্য ১২ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। বক্তব্যের অন্তত দুই মিনিটের মধ্যেই তিনি বলেন, মাননীয় স্পিকার আমার শরীরটা ভালো না। আমাকে এখনই বাসায় যেতে হবে।

এ কথা বলেই তিনি নিজ আসনে বসে পড়েন। এরপরই দলের আরেক উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১২ মিনিটের সময় দিয়ে ফ্লোর দেন স্পিকার।

ওই সময় তোফায়েল আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কয়েকজন এমপি ধরাধরি করে অধিবেশনের বাইরে নিয়ে যান। সেখান থেকে তাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয়।

Link copied!