• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

সন্ধ্যায় আবারও সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৭:৫১ পিএম
সন্ধ্যায় আবারও সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
তিতুমীর কলেছেন সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালী থেকে অবরোধ তুলে নেওয়ার কয়েক ঘণ্টা পর আবারও সড়কে আন্দোলন শুরু করেছেন আন্দোলনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে কলেজটির সামনের সড়কে এই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় তাদের এ অবরোধ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেলা ১১টা থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। এরপর সাড়ে ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা। এতে মহাখালী হয়ে যান চলাচল শুরু হয়। তবে অবরোধের জেরে অসহনীয় যানজটে ভোগান্তিতে পরে নগরবাসী। এ ছাড়া শিক্ষার্থীদের অবরোধের কারণে বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল। এছাড়া মহাখালী, আমতলী, জাহাঙ্গীর গেটসহ আশপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট।

বিক্ষোভের মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুরগামী একটি ট্রেনকে থামানোর চেষ্টা করেন শিক্ষার্থীরা। কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে শিশুসহ কয়েকজন আহত হন। এছাড়া ট্রেনের কয়েকটি জানালার কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাখালীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!