• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাড্ডায় বোমাসহ গ্রেপ্তার তিন আসামি রিমান্ডে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৪, ২০২৪, ০৬:২৮ পিএম
বাড্ডায় বোমাসহ গ্রেপ্তার তিন আসামি রিমান্ডে
আদালত। প্রতীকী ছবি

বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় রাজধানীর পূর্ব বাড্ডা টেকপাড়া এলাকায় একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ গ্রেপ্তার তিন আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, ফাহিম রহমান আব্দুল্লাহ, মিলন ও আকুল মিয়া।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন মুন্সী আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (২২ মে) রাতে পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করে র‌্যাব। এ সময় তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৩ এর পুলিশ ইন্সপেক্টর (শহর ও যানবাহ) রফিকুল ইসলাম বাড্ডা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!