• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না এলেও সমস্যা নেই’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০৭:৪০ পিএম
‘নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না এলেও সমস্যা নেই’
ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না এলেও সমস্যা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

বিদেশি পর্যবেক্ষক বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কে আব্দুল মোমেন বলেন, “বিদেশমুখিতা কেন আপনাদের, নিজেদের ওপর আত্মবিশ্বাস নেই? শেখ হাসিনার আত্মবিশ্বাস আছে।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভিসা নীতি নিয়ে কোনো দুশ্চিন্তা বা মাথাব্যথা নেই। যারা নির্বাচনে আসবে না যুক্তরাষ্ট্র তাদের পক্ষে নেই।”

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বাইরের দেশ থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে বাংলাদেশের জনগণও তাদের স্যাংশনস দেবে।” স্যাংশনস দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, “অবশ্যই আমরাও স্যাংশনস দেবো। প্রয়োজনে নেবো আমরা। অবশ্যই স্যাংশনস দেবো।”

স্যাংশনস কাদের ওপর দেওয়া হবে এবং কী বিষয়ে দেওয়া হবে- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা আমাদের ওপর স্যাংশনস দেবে তাদের ওপর স্যাংশনস দিতে পারি। পারি না? নিশ্চয়ই পারি। প্রয়োজনে নেবো। অত তাড়াহুড়া কীসের? বিভিন্ন ক্ষেত্রে স্যাংশনস হতে পারে। এগুলো সময়মতো জানবেন।”

Link copied!