আওয়ামী লীগের নেতাদের নামে ‘বেয়াদবি’ এবং নোংরা ভাষা ব্যবহার করলে খবর আছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “১০ ডিসেম্বর বিএনপির টার্গেট ফ্লপ হয়েছে। ১০ তারিখ তারা সরকারকে লাল কার্ড দেখাতে চেয়েছিল, জনগণই তাদের লালকার্ড দেখিয়ে দিয়েছে।”
সেতুমন্ত্রী আরও বলেন, “ক্ষমতার লোভে বিএনপি বেপরোয়া হয়ে গেছে। মাথা পাগল হয়ে গেছে। নিজের দলে গণতন্ত্র নেই, এরা আবার দেশের গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবে। বিএনপির মুখে গণতন্ত্রের বুলি মানায় না।”
এ সময় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিনে ঢাকা সিটিতে অহেতুক সংঘাতের উসকানি না দেওয়ার জন্য বিএনপির নেতাদের অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এদিন ঢাকা সিটিতে গণমিছিল করবেন না। এটা আমার অনুরোধ।”