• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সায়দাবাদে বাস আছে, যাত্রী নেই


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ০৪:৫০ পিএম
সায়দাবাদে বাস আছে, যাত্রী নেই

রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশের প্রভাব পড়েছে সায়দাবাদ বাস টার্মিনালেও। সায়দাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল অব্যাহত থাকলেও, যাত্রী নেই বললেই চলে। অল্প সংখ্যক যাত্রী থাকলেও, পূর্ণ না হওয়ায় নির্ধারিত সময়ে ছাড়ছে না বাস। ঘণ্টার পর ঘণ্টা বাস ছাড়ার অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে  যাত্রীদের

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, যাত্রীর জন্য অপেক্ষা করছে বিভিন্ন রুটের বাসগুলো। কাউন্টারে বাস ছাড়ার অপেক্ষায় আছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

কাউন্টারগুলোতে কথা বলে জানা যায়, সকাল ৯ টা পর্যন্ত নির্ধারিত সময়ে বাস ছেড়ে গেলেও যাত্রী সংখ্যা ছিলো সীমিত। অধিকাংশ বাসই ৩০-৪০ শতাংশ যাত্রী নিয়ে গন্তব্যে ছেড়ে গেছে। বিকালে সমাবেশ শেষে যাত্রী বাড়বে আশা করছেন তারা।

শ্যামলী কাউন্টারের ম্যানেজার আরিফ বলেন, সকাল থেকে আমাদের ৯টি বাস ছেড়ে গেছে মাত্র। এ সময়ে আমাদের প্রায় ৬০-৭০টা বাস সারাদেশে বিভিন্ন রুটে ছেড়ে যায়। যে বাসগুলো ছেড়ে গেছে তাতেও যাত্রী ছিলো ১০-১৫ জন বা তারও কম। এখন অনেকে টিকেট নিয়েও ফেরত দিচ্ছে। ৩-৪ জন নিয়েতো বাস ছাড়তে পারবো না।

সিলেটগামী যাত্রী রাসেল হোসেন বলেন, সকাল ১০ টায় এসেছি। ১ ঘণ্টা অপেক্ষা করছি, কোনো কাউন্টারই বাসের নির্দিষ্ট সময় বলতে পারছে না। এখন অপেক্ষায় আছি দেখি কখন বাস পাই।

হানিফ কাউন্টারের ম্যানেজার রকিবুল হাসান বলেন, সকাল ৯টা পর্যন্ত আমাদের ১০ টা বাস গেছে। কোনো বাসেই যাত্রী ছিলো না তেমন। যা ছিলো সব অগ্রীম টিকিট। সব ঠিক থাকলে বিকেল থেকে যাত্রী আসবে আশা করছি।

Link copied!