আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “বিদেশে চিকিৎসা নিতে অভিযোগ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার।”
বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, “খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তার পরিবার বিদেশে চিকিৎসার বিষয়ে দরখাস্ত করেছিল, সেই দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে। তার সাজার বিষয়টি যে অবস্থায় আছে, সেই বিষয়ে আইনে কোথাও বিদেশে পাঠানোর সুযোগ নেই।”
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন বলে দাবি করেন আইনমন্ত্রী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, “শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা করার চেষ্টা করেছেন বিএনপি মহাসচিব। ওয়ান-ইলেভেনের পর আইন মেনেই বিদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বিষয়েও অনেক মিথ্যাচার করেছেন মির্জা ফখরুল।”