• ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২, ৫ রবিউল আউয়াল ১৪৪৬

২০ মেডিকেল কলেজের কার্যক্রমে উদ্যোগ নিচ্ছে সরকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১১:১৩ এএম
২০ মেডিকেল কলেজের কার্যক্রমে উদ্যোগ নিচ্ছে সরকার
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ আমলে ২০টি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পেলেও শিক্ষক নিয়োগ হয়নি বললেই চলে। সংকট কাটাতে সাড়ে ৭ হাজার সুপারনিউমারারি পদ সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকার। তবে চিকিৎসক নেতারা বলছেন, এগুলোয় আওয়ামী সমর্থকদের পদোন্নতির সুযোগ বেশি। কারণ, বঞ্চিত বহু চিকিৎসক নতুন পদে আবেদন করতে পারবেন না। এ জন্য সব সংগঠনের সঙ্গে আলোচনা করে তালিকা করার আহ্বান তাদের।

গত ১৫ বছরে বিভিন্ন শহরে প্রায় ২০টি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেয় আওয়ামী লীগ সরকার। এসবের বেশির ভাগেই শিক্ষা কার্যক্রম নিয়ে নানা অভিযোগ ছিল খোদ শিক্ষার্থীদের। দীর্ঘ সময় ধরে অবকাঠামোই ছিল না দু-একটি মেডিকেলের। এ ছাড়া ২০১৩ সালে রেকর্ড ১১টি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছিল।

এসব মেডিকেলে শিক্ষক সংকটে শিক্ষা কার্যক্রম এখনো স্থবির প্রায়। বিশেষ করে ফরেনসিক মেডিসিন, এনেসথেসিয়ার মতো বিষয়ে, এ সংকট সবচেয়ে বেশি। সমাধান হিসেবে, জুনিয়র কনসালট্যান্ট, সহকারী-সহযোগী ও অধ্যাপকের সুপারনিউমারারি পদ সৃষ্টি করছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ, একটা বড় আবেদনকারীর সংখ্যা আছে, তারা মনে করছেন তারা পদোন্নতির উপযুক্ত কিন্তু পদোন্নতি পাননি। অথচ আমাদের শূন্যপদ নেই। এ বিষয়টি সরকার দেখছে। এই সংখ্যা ৭ হাজারের ওপরে। 

পেশাজীবীরা বলছেন, ঢালাও পদোন্নতির সুবিধা বাগিয়ে নেবেন আওয়ামী সমর্থক আর সুবিধাভোগীরাই। কারণ, ১৫ বছরের বঞ্চিতরা, নতুন পদে আবেদনের সুযোগই পাবেন না।

এমন কার্যক্রমের ক্ষেত্রে চিকিৎসক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের পরামর্শ দিচ্ছেন নেতারা।

Link copied!