• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

দেহ দান নয়, দাফন হবে ডা. জাফরুল্লাহর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০২:৫৩ পিএম
দেহ দান নয়, দাফন হবে ডা. জাফরুল্লাহর

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দেহ দান নয়, দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে বারিক চৌধুরী।

শুক্রবার (১৪ এপ্রিল) বাদ জুমা সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে তার দাফন সম্পন্ন হবে।

বারিক চৌধুরী জানান,  ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি সম্মান রেখে ঢাকা মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য মেডিকেল কলেজ তার মরদেহ কাটাছেঁড়া করবে না। তাই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তার ছেলে বারিক চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ১০টায় বারডেম হাসপাতাল থেকে ডা. জাফরুল্লাহর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে বেলা ১টা পর্যন্ত সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল্লাহ।

Link copied!