অক্টোবর মাসের যেকোনো দিন ঘোষণা করা হবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের থানা-ওয়ার্ডের কমিটি। আপাতত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে প্রেসলিস্টের মাধ্যমে এই কমিটি ঘোষণা করার কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। তবে কমিটি ঘোষণার আগপর্যন্ত থানা-ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্দেশনায় (কমান্ডে) তৃণমূলের ইউনিট নেতাকর্মীরা সকল কর্মসূচি পালন করবে।
দলের দায়িত্বশীল একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, যেহেতু সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সবকটি থানা-ওয়ার্ড কমিটি ভেঙে দেওয়া হয়েছে, সেহেতু নিয়ম অনুযায়ী নতুন কমিটি ঘোষণা না হওয়ার পর্যন্ত আগের কমিটির নির্দেশনা মেনে তৃণমূলের নেতারা দায়িত্ব পালন করবেন। তারা এও বলছেন, সামনের মাসে নিশ্চিত কমিটি ঘোষণা করা হবে। এতে কারো দ্বিধা-দ্বন্দ্ব থাকুক আর না থাকুক আগামী মাসের মধ্যে কমিটি ঘোষণা করতে হবে, এটা দলের হাইকমান্ডের বিশেষ নির্দেশ।
দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি প্রায় তিন মাস। এই নির্বাচনী বৈতরণী পার হতে হলে রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ড আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। আর থানা-ওয়ার্ড শক্তিশালী করতে হলে আগে কমিটি দিতে হবে এবং দলের দক্ষ-ত্যাগী ও পরীক্ষিত নেতাদের কমিটিতে স্থান দিতে হবে।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬০০ ইউনিট কমিটির নেতাকর্মীদের নিয়ে সভা করবে। আর অক্টোবর মাসে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় যেসব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন না, সেসব ইউনিট পুনর্গঠন করা হবে।
সর্বশেষ বুধবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে বর্ধিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভা সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর মাসে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে ওয়ার্ড ও থানা কমিটি ঘোষণা করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড ও থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হতে পারে। এ ছাড়া কোনো কোনো ওয়ার্ড ও থানায় ৮ থেকে ১০ সদস্যর কমিটি ঘোষণা করা হতে পারে।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, “দলের বর্ধিত সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬০০টি ইউনিটের নেতাকর্মীকে নিয়ে সভা করা হবে। অক্টোবর মাসে এ সভা অনুষ্ঠিত হবে। আগামী কার্যনিবাহী বৈঠকে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় যেসব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবে না সেসব ইউনিটের নেতৃত্ব পুনর্গঠন করার কথা বলা হয়েছে। এছাড়া ওয়ার্ড ও থানা কমিটি ঘোষণা করার কথাও বলা হয়েছে। আমরা আশা করি আগামী মাসে ওয়ার্ড ও থানা কমিটি দিতে পারব।”
সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬০০টি ইউনিট কমিটি করা হয়েছে। এসব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ওয়ার্কিং কমিটির মিটিংয়ে হাজির থাকতে হবে। তাদের নিয়ে একটা সভা করা হবে। যেসব ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ওয়ার্কিং কমিটির বৈঠকে ও সভায় অনুপস্থিত থাকবে সেসব ইউনিট কমিটি নতুন করে পুনর্গঠন করা হবে। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যেসব ওয়ার্ড ও থানা কমিটি করার নির্দেশনা আছে সেগুলো করতে হবে আগামী ওয়ার্কিং কমিটির বৈঠকে।