• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৪ রজব ১৪৪৬

ডিসেম্বরে নিম্নচাপসহ ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৯:৫৪ পিএম
ডিসেম্বরে নিম্নচাপসহ ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
কুয়াশা পড়ছে। ছবি : সংগৃহীত

ডিসেম্বরে দুটি নিম্নচাপসহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১ ডিসেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানান, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এক-দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চালে এক-দুটি মৃদু (৮-১০° সে.)/মাঝারি (৬-৮° সে.) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। দৈনিক গড় বাষ্পীভবন থাকবে দুই দশমিক ৫০ মিলিমিটার থেকে চার দশমিক ৫০ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল হবে সাড়ে ৬ দশমিক ৫০ ঘণ্টা থেকে ৮ দশমিক ৫০ ঘণ্টা।

Link copied!