• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

রাতেই দেশে ফিরবেন তারেক রহমান?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ০৯:২৮ পিএম
রাতেই দেশে ফিরবেন তারেক রহমান?
তারেক রহমান

সদ্য বিদায় নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের একদিন পর পরই রাজধানীতে সমাবেশ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার (৬ আগস্ট) বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে ধারণা করা হচ্ছে আজ রাতেই দেশে ফিরছেন তিনি। শেখ হাসিনা ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে মুক্তি পেয়েছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। অন্যদিকে দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও একে একে দলের নেতার জামিনে মুক্তি পাওয়ায় তারেক রহমানও দেশের ফিরছেন খুব দ্রুত।

আজ রাতেই দেশে ফিরবেন কি না এ বিষয়ে বিএনপি থেকে স্পষ্ট কোনো বক্তব্য না থাকলেও আগামী কালকে সমাবেশ এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা অনেকটা ধারণা করা হচ্ছে রাতেই ফিরতে পারেন তারেক রহমান।

তারেক রহমান কবে দেশে ফিরবেন,  সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে  মির্জা ফখরুল বলেন,  “যখন তিনি (তারেক রহমান) মনে করবেন, নাউ হি ক্যান কাম ব্যাক, তখনই। তবে আমরা তাকে অনুরোধ জানিয়েছি, তিনি যেন দ্রুত দেশে ফিরে আসেন।”

ফখরুল ইসলাম আলমগীর বলেন,  “আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা সফল হব।”

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  “আপনারা জানেন, তিনি (খালেদা জিয়া) অত্যন্ত অসুস্থ। সোমবার (৫ আগস্ট) রাতেই আমরা তার সঙ্গে দেখা করেছি। উনি যখন মনে করবেন, সি ইজ ফিট; তখনই তিনি জনসম্মুখে হাজির হবেন।”

আগামীকালই যে তারেক রহমান দেশে ফিরবেন সেটি এখনও নিশ্চিত নয়। তিনি দেশে না এলে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। তবে মির্জা ফখরুলের বক্তব্য অনুযায়ী যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন তারেক রহমান।

Link copied!