গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। শ্রমিকদের পাওনা না দিয়ে অর্থ পাচারের অভিযোগে ১৮ শ্রমিকের করা মামলায় এ সমন জারি করা হয়।
সোমবার (২৮ আগস্ট) ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেন শ্রম আদালত।
শ্রম আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।
ড. ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, “কয়েকজন শ্রমিক একটি মামলা করেছে বলে শুনেছি। তবে সমনের কপি এখনো আমরা হাতে পাইনি। হাতে পাওয়ার পর ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করে জবাব দেব। এটি কোনো ফৌজদারি মামলা না, সিভিল মামলার সমন।”