• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৬

দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০৯:০৪ এএম
দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ করবে ছাত্রলীগ। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা তিনটায় শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সমাবেশস্থলে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ নেতারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এই ছাত্রসমাবেশ করা হচ্ছে। এ সমাবেশের মধ্য দিয়ে ছাত্রসমাজ উচ্চারণ করবে, ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা।’

সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ স্মার্ট বাংলাদেশের পক্ষে। ছাত্রলীগের ছাত্রসমাবেশে সাধারণ শিক্ষার্থীরা শপথ করবে, আগামীতে যেন কোনো খুনি, সন্ত্রাসী ও দুর্নীতিবাজরা কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে। তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ।

ছাত্রলীগের সভাপতি আরও বলেন, সামনে সংসদ নির্বাচন। এই নির্বাচনের শেষ পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে থাকবে। নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সমাবেশে তৃণমূল থেকে আগত নেতাকর্মীদের সেই বার্তা দেওয়া হবে।

Link copied!