• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ১০:৩৪ এএম
আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু

তৃণমূল নেতাদের সঙ্গে বিশেষ বর্ধিত সভায় বসেছে আওয়ামী লীগ। এরইমধ্যে এই বিশেষ বর্ধিত সভায় যোগ দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

রোববার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টায় গণভবনে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

তবে সম্মেলনের পরও কমিটি দিতে না পারায় আজকের সভায় আমন্ত্রণ পাননি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের থানা-ওয়ার্ডের নেতারা। শুধু মাত্র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা সভায় অংশ নিয়েছেন। 

Link copied!