• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজধানীতে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৩:১৫ পিএম
রাজধানীতে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

রাজধানীর মুগদা এলাকায় মমতাজ বেগম মরনী (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে মাথায় আঘাতের পাশাপাশি শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে। এমন অভিযোগে নিহতের ছেলে সোহানকে (১৫) আটক করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে সংবাদ পেয়ে দক্ষিণ মাণ্ডা মহিলা মেম্বার গলি এলাকার ১৩১০ বাড়ি থেকে মমতাজ বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মমতাজ বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। স্বামী আব্দুল জলিল হাওলাদার ও তিন ছেলে সন্তানকে নিয়ে মুগদা মাণ্ডা এলাকায় থাকতেন।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল মজিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল মেরামতের টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মমতাজের ছেলে সোহান তার মাকে মাথায় আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করে।

আব্দুল মজিদ আরও জানান, সোহান তার এক বন্ধুর মোটরসাইকেল চালাত। সেই মোটরসাইকেল নষ্ট হলে ওয়ার্কশপে মেরামত করতে দেয়। মেরামতের বিল এসেছে সাড়ে তিন হাজার টাকা। এই টাকাই সোহান তার মায়ের কাছে চাওয়ার পর কথা কাটাকাটির একপর্যায়ে মমতাজ বেগমকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!