• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

কেরানীগঞ্জে আগুনে দগ্ধ ৬ জনেরই মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ১১:৫২ এএম
কেরানীগঞ্জে আগুনে দগ্ধ ৬ জনেরই মৃত্যু

রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় মোহাম্মদ ইয়াছিন (১২) নামের এক শিশু মারা গেছে। এ নিয়ে এ দুর্ঘটনায় দগ্ধ ছয়জনই মারা গেলেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন মারা যায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জের আগুনের ঘটনায় মোহাম্মদ ইয়াছিন নামের আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ ছয়জনই মারা গেছেন।

এর আগে ৩০ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে মান্দাইল এলাকার ওই বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Link copied!