• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ভারতে শেখ হাসিনা, সঙ্গে রেহানা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৪:৫৪ পিএম
ভারতে শেখ হাসিনা, সঙ্গে রেহানা

ভারতে পৌঁছলেন শেখ হাসিনা। আগরতলায় অবতরণ করেছে তার হেলিকপ্টার। তবে এই নিয়ে ভিন্ন ধারণাও আছে। কারণ, শেখ হাসিনার ছেলে জয় থাকেন আমেরিকা। মেয়ে থাকেন দিল্লিতে। তাই ধারণা করা হচ্ছে, দিল্লিতেই যাবেন শেখ হাসিনা। এনডিটিভির বরাত দিয়ে এমন খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।  

এর আগে বেলা আড়াইটার দিকে গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে উড্ডয়ন করে। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। উড্ডয়নের আগে শেখ হাসিনা একটি ধারণকৃত বক্তব্য প্রচার করতে চেয়েছিলেন। কিন্তু সে সুযোগ তাকে দেওয়া হয়নি।

এদিকে, আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনাকে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। তারপরেই তিনি পদত্যাগ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি।

ভারত জানিয়ে দেয়, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাবে না। কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, শেখ হাসিনাকে ভারতে পৌঁছতে হবে। তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে।

হেলিকপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এ ক্ষেত্রে শেখ হাসিনার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে কলকাতা বিমানবন্দর। সেখান থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে।

Link copied!