• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০২:৫৪ পিএম
বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে উদ্যোগ গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকেই এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সকাল থেকে জাতীয় মসজিদের পল্টন, দৈনিক বাংলা ও গুলিস্তান মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। বায়তুল মোকাররমের উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছেন র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বায়তুল মোকাররমের উত্তর ও পশ্চিম গেটের ভেতরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

বায়তুল মোকাররম এলাকায় দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বায়তুল মোকাররমে কোনো ধরনের ঘোষিত কর্মসূচি নেই। তারপরও মুসল্লিদের নিরাপত্তার কারণে অবস্থান নেওয়া হয়েছে।

Link copied!