• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

পিপি-জিপিদের বেতন বাড়ানো হচ্ছে : আইনমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৩:১৭ পিএম
পিপি-জিপিদের বেতন বাড়ানো হচ্ছে : আইনমন্ত্রী

জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্থায়ীভাবে শতকরা ৩০ ভাগ পিপি ও জিপি নিয়োগ দেওয়া হবে। এছাড়া পিপি-জিপিদের বেতন বাড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, “৭০ ভাগ নিয়োগ হবে রাজনৈতিকভাবে। পিপি-জিপিদের জন্য ২৬৭ কোটি টাকা চাওয়া হয়েছে।”

ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আনিসুল হক বলেন, “ডিজিটাল সিকিউরিটি আইনে আগের মতো হয়রানির সুযোগ নেই। সেলের মাধ্যমে যাচাই করে এখন ব্যবস্থা নেওয়া হয়। কিছু বিষয় সংশোধন করার জন্য কমিটি করা হয়েছে। কমিটি প্রয়োজনে সংশোধনের উদ্যোগ নেবে।”

আইনমন্ত্রী জানান, ডেটা সুরক্ষা আইন অংশীজনের মতামত নিয়ে করা হচ্ছে। ডেটার নিরাপত্তার বিষয়ে আইনটি করা হচ্ছে। এছাড়া মামলা জট কমানোর জন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে।

Link copied!