• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

হু’র আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০১:৫০ পিএম
হু’র আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

বুধবার (১ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমনটি জানিয়েছেন।

ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের জন্য ৮-২ ভোটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন সায়মা ওয়াজেদ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি পোস্টে লেখেন, “আমার জন্য আজকের দিনটি একটি বিশেষ দিন। আমি ডব্লিওএইচওর সদস্যদেশগুলোর সামনে আমার ভিশন ও পরিকল্পনা পেশ করব। আমি বিশ্বাস করি তাঁরা আমার ভিশন ও পরিকল্পনায় আগ্রহী হবেন। আমি এটাও আশা করছি যে, তাঁরা আমাকে ডব্লিওএইচওর আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত করবেন।”

দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ ছাড়াও এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নেপালের শম্ভু প্রসাদ আচার্য।

Link copied!