• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০৮:৪৩ পিএম
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া বাগানবাড়ি এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে মো. রুবেল মিয়া (২২) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল বর্তমানে নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। তার বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকায়। তিনি ওই এলাকার তাহিরুল ইসলামের ছেলে ছিল।

নিহতের সহকর্মী শফি আলম বলেন, “মেরাদিয়ায় ১০ তলা নির্মাণাধীন ভবনের ছাদে রড কাটার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় রুবেল। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “আমরা বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”

Link copied!