• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
তৃতীয় দফা অবরোধ

সীমিত দূরপাল্লার বাস, ট্রেন চলাচল স্বাভাবিক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩, ১০:২৮ এএম
সীমিত দূরপাল্লার বাস, ট্রেন চলাচল স্বাভাবিক

বিএনপি ও বিরোধীদের ডাকা তৃতীয় দফা সর্বাত্মক অবরোধ চলছে। অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছেন। দূরপাল্লার বাস সীমিত থাকায় যাত্রীরা রেলযোগাযোগকেই বেছে নিচ্ছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলোতে যাত্রী স্বাভাবিকের চেয়ে বেশি। সকালে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ফিরতি ট্রেনগুলো সময়মতো স্টেশনে পৌঁছেছে। সকালে প্রতিটি ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে।

নির্ধারিত সময় সকাল ৭টায় চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়। এ ছাড়া নির্ধারিত সময়ে অন্য রুটের ট্রেনগুলোও ছেড়েছে।

স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কমলাপুরে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) দায়িত্ব পালন করছে। স্টেশনের প্রবেশমুখ থেকে শুরু করে টিকিট কাউন্টার হয়ে ট্রেনে ওঠা পর্যন্ত তিন জায়গায় আরএনবি ও জিআরপি রয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, ‘অবরোধে ট্রেনের সময়সূচির কোনো পরিবর্তন হয়নি। ট্রেন সময়মতো চলছে।’

 

Link copied!