• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে ‘রিক’র মানববন্ধন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৪:৪২ পিএম
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে ‘রিক’র মানববন্ধন
ছবি: সংগৃহীত

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ দিবস ১ অক্টোবর। প্রতি বছরের ন্যায় এ বছরও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলী, বাংলাদেশ (এফআরইবি) এবং ঢাকা মহানগর প্রবীণ উন্নয়ন ফোরাম যৌথভাবে রাজধানীতে এই দিবসটি উদযাপন করে।

এ উপলক্ষ্যে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সংগঠনটির ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

সারা বিশ্বের প্রবীণ জনগোষ্ঠীর চেতনাকে জাগ্রত করবার জন্য ১৯৯১ সাল থেকে প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয় ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা-২০২৩’।

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সর্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয়। এই ঘোষণা থেকে মানবাধিকার বিশেষজ্ঞরা ৩০টি মৌলিক অধিকার চিহ্নিত করেছেন। ‘প্রেস বিজ্ঞপ্তি’

Link copied!