• ঢাকা
  • রবিবার, ১৫ জুন, ২০২৫, ১ আষাঢ় ১৪৩২, ১৮ জ্বিলহজ্জ ১৪৪৬

বৃষ্টি ঝরবে আরও ৩ দিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩, ১০:৪৬ এএম
বৃষ্টি ঝরবে আরও ৩ দিন

 

শনিবার থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে, কখনো ঝিরিঝিরি। রোববারও রাজধানীতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এই প্রবণতা ১৬ আগস্ট পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ঢাকার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি বেড়েছে। বৃষ্টি বাড়তে শুরু করেছে সাগরের দ্বীপ ও উপকূলীয় এলাকায়ও।

মেঘ-বৃষ্টি বেড়ে যাওয়ায় দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা কমেছে। আগামী দুই–তিন দিন রোদ কম আসতে পারে। ফলে আপাতত তাপমাত্রাও কম থাকবে।

অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু এখনো বেশ সক্রিয়, যে কারণে বৃষ্টি বেড়েছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

Link copied!