রাষ্ট্রপতির এপিএস হলেন হায়দার মোহাম্মদ জিতু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৮:৫৪ পিএম
রাষ্ট্রপতির এপিএস হলেন হায়দার মোহাম্মদ জিতু
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে হায়দার মোহাম্মদ জিতু। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন হায়দার মোহাম্মদ জিতু।

বুধবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি যতদিন এই পদ অলংকৃত করবেন বা তাকে এই পদে রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে। তাকে সরকারের নবম গ্রেডে এই নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, ছাত্রলীগের গত কমিটিতে প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন হায়দার মোহাম্মদ জিতু। তার বাড়ি রংপুর জেলায়।

রাষ্ট্রপতির এপিএস পদে এর আগে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ সাগর হোসেন। পরে গত ২৭ আগস্ট সেই নিয়োগ বাতিল করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!