দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে দলটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা, ওয়ারী ও ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় প্রতীক নৌকার নামে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।
তফসিল ঘোষণাকে স্বাগত জানানোর আগে আওয়ামী লীগ নেতারা বলেছেন, নির্বাচন নিয়ে এত দিন যে ধোঁয়াশা ছিল, তফসিল ঘোষণার মধ্য দিয়ে তার অবসান হবে।
তফসিল ঘোষণার আগে ও পরে বিএনপি-জামায়াত ও তাদের সমমনা কোনো দলের নেতাকর্মীরা যাতে রাস্তায় নেমে অরাজকতা ঘটাতে না পারে, সে জন্য তারা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন অনেক নেতাকর্মী।
বিকেল ৪টার দিকে গুলশান-১ চত্বর, উত্তর বাড্ডা, গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় অবস্থান নেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতাকর্মীরা। মহানগর উত্তর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন এতে নেতৃত্ব দেন।
যুবলীগ নেতারা জানান, সংবিধান মেনে নির্বাচন কমিশন (ইসি) কিছুক্ষণের মধ্যেই তফসিল ঘোষণা করবে। সংবিধান মেনেই নির্বাচন হবে। অথচ বিএনপি-জামায়াত ও তাদের সমমনা কিছু দল সন্ত্রাস-নৈরাজ্য চালিয়ে নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ পরিস্থিতিতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর যুবলীগ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক পাহারা দিচ্ছেন।
তফসিল ঘিরে কোনোভাবেই বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের রাস্তায় নেমে নৈরাজ্য চালানোর সুযোগ দেওয়া হবে না বলে জানান উত্তর যুবলীগের নেতারা।