• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০৭:১৩ পিএম
প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্পেন ও ব্রাজিল সফরে যাওয়া নিয়ে বৃহস্পতিবার (১৮ জুলাই) এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

আগের দিন বুধবার (১৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের কাছে খুদে বার্তা পাঠানো হয়। তাতে বলা হয়েছিল, বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন হবে।

তবে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত সেই সম্মেলন স্থগিত করা হয়। জানানো হয়, পরে সংবাদ সম্মেলনের নতুন সময় জানানো হবে। তবে কেন সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে, সেই ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়। খবর প্রথম আলোর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রমতে, আগামী ২৩ থেকে ২৫ জুলাই জি-২০-এর বিশেষ অধিবেশন ও দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ব্রাজিল যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ব্রাজিল সফরের আগে ২১ জুলাই স্পেন যাওয়ার কথা। দু’দেশে সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। 

Link copied!